Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর তথ্য বাতায়নে সকলকে স্বাগতম।


আমাদের অর্জনসমূহ

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারী।

সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্যবিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত ২০২০-২১ এবং 202১-2২ অর্থ বছরে ৮2.81 হাজার বয়স্কভাতাভোগী, 50.12 হাজার বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী এবং ২7.96 হাজার প্রতিবন্ধী ভাতাভোগী, ৩ শত ২৪ প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তি সর্বমোট ১.৬১ লক্ষ ভাতাভোগী’র নামে G2P পদ্ধতিতে MFS প্রতিষ্ঠান ‘‘নগদ’’ এর মাধ্যমে মোবাইল হিসাব নম্বর ই-পেমেন্ট করা হয়েছে। ভাতাভোগীদেরকে G2P (Government to Person) ইলেকট্রনিক পদ্ধতিতে ও ভাতাভোগীর মোবাইল ব্যাংক হিসেবে সরাসরি ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে। নীলফামারী জেলার 06 টি উপজেলা ও ০১ শহর সমাজসেবা কার্যালয় এর আওতাধীন শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যোগ্য ব্যক্তিদের ভাতা প্রদান নিশ্চিত করা হয়। 34.50 হাজার প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতা সনাক্তকরণ, তার মাত্রা নিরূপন ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে।