Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারীর তথ্য বাতায়নে সকলকে স্বাগতম।


ভবিষ্যৎ পরিকল্পনা

সেবাদানে শুদ্ধাচার অনুশীলন নিশ্চিতকরণ, ইনোভেশনকে উৎসাহিত করা, সেবাগ্রহিতার পরিতৃপ্তির জন্য কার্যকর পরিষেবা প্রদান  এবং সেবা প্রদান পদ্ধতিকে ২০২৬ সালের মধ্যে ডিজিটালাইজ করা হবে। ২০২৬ সালের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারী জেলার- বাস্তাবায়িত কার্যক্রমের সকল  সেবাগ্রহীতার একটি সমন্বিত ডিজিটাল তথ্য ভান্ডার তৈরি সম্পন্ন করা হবে। ২০২৬ সালের মধ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের প্রভাব মূল্যায়নের মাধ্যমে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নের লক্ষ্যে বিকাশমান কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ

  • ৮৩৮১৪ জন ব্যক্তিকে বয়স্কভাতা, ৫১০৯৬ জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং ৩৭১৯৬  ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতা ও ৩৫৭  জন প্রতিবন্ধী শিশুকে শিক্ষা উপবৃত্তি প্রদান;শতভাগ প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতা সনাক্তকরণ,তার মাত্রা নিরূপন ও পরিচয়পত্র প্রদান করা হবে।
  • এছাড়াও নীলফামারী জেলায় সর্বমোট ০৭ টি উপজেলার/শহর সমাজসেবা আওতাধীন ইউনিয়ন/ওয়ার্ডসমূহে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যোগ্য ব্যক্তিদের ভাতা প্রদান নিশ্চিত করা।
  • ৩৫০ জন দরিদ্র ব্যক্তিকে উদ্বুদ্ধকরণ ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হবে ও বিনিয়োগ ও পুনঃবিনিয়োগের মাধ্যমে ২১.৬৪ কোটি টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হবে। যাতে নিম্নআয়ের জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তির আত্মকর্মসংস্থান, নিজস্ব পুঁজি সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবনমান বৃদ্ধি পাবে;
  • সমাজের বিশেষ শ্রেণি বিশেষতঃ হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৩০ জন ব্যক্তিকে প্রশিক্ষণ, ৩১৪ জন ব্যক্তিকে বিশেষ ভাতা ও ৮০ জন শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হবে;
  • ০১ টি সরকারি শিশু পরিবার ও ০১ টি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ১১০ জন সুবিধাবঞ্চিত এতিম ও প্রতিবন্ধী শিশুর আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন নিশ্চিত করা হবে; বেসরকারি এতিমখাসমূহ 8 শত 63 জন এতিম শিশুদের মাসিক ২০০০ হাজার হারে ক্যাপিটেশন গ্র্যাণ্ট নিশ্চিত করার হবে;
  • প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের কেন্দ্রীয় তথ্য ভান্ডারে সংরক্ষিত ৩৯০২৯ জন (৩০ জুন,২০২৫ খ্রি. পর্যন্ত) প্রতিবন্ধী ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে;
  • ২০২৪-২০২৫ অর্থ বছরের ৫০০ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত, হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে বরাদ্দসাপেক্ষ এককালীন ৫০০০০/- টাকা হারে আর্থিক অনুদান প্রদান করা হবে:
  • বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৪২০২ জন কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত ও কাশা-পিতল প্রস্তুতকারকের দক্ষতা উন্নয়ণ করে উদ্যোক্তা ও স্থানীয় পর্যায়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা ।
  • SDGs এর লক্ষ্যমাত্রা ৫.৪.১ এর আলোকে অবৈতনিক গৃহাস্থালী কাজের মর্যাদা উন্নীতকরণে সচেতনতা বৃদ্ধি করা হবে।